
বৃষ্টির দেখা মিললে মানুষের মনে স্বস্তির দেখা মিললেও এ যেনো চরম দূর্ভোগ ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাত বাড়ী নতুন জামে মসজিদের আশপাশের শতাধিক পরিবারের। বৃষ্টি এলেই সড়কের উপর দিয়ে ময়লা আবর্জনাসহ দুষিত পানি প্রবাহিত হয়। স্থানীয়রা জানান, গত তিন বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই তারা এমন দুর্ভোগের শিকার হচ্ছেন। তাদের অভিযোগ, ছাগলনাইয়া কলেজ রোড় থেকে সাত বাড়ী সড়কের পাশ দিয়ে ৪ ফুট প্রস্থ বিশিষ্ট যে ড্রেনটি নির্মাণ করা হয়েছে সে ড্রেনের পানি নিয়ম অনুযায়ী সড়কের উত্তর পাশে খালে যাওয়ার ব্যবস্থা না করে পৌর কর্তৃপক্ষ ঐ ড্রেনের পানি যাওয়ার জন্য দক্ষিণ দিকে মাত্র ১৪ ইঞ্চি ড্রেনের সাথে লিংক করে দেয়। উপর থেকে যে পানির প্রবাহ ৪ ফুট ড্রেনে নেমে আসে তা শেষ পর্যন্ত ১৪ ইঞ্চি ড্রেনের মধ্যে লিংক করে দেয়ায় পানি ড্রেনের উপর দিয়ে রাস্তা উঠে এবং আশপাশের বাড়ী ঘরে প্রবেশ করে। এতে চলাচলে বিঘ্নতা ছাড়াও ড্রেনের ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ে চারপাশে। পৌর কর্তৃপক্ষের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারনে বর্ষা মৌসুমে স্থানীয়রা এমন দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। দুই বছর যাবত পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও প্রতিকার না পেয়ে হাতাশা প্রকাশ করেন তারা। এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা জানান, এ সমস্যা নিরসনে পৌর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিচ্ছে।