২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




সামান্য বৃষ্টিতে ছাাগলনাইয়ার সাত বাড়ী সড়কে হাটু জল

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ০২ ২০২১, ০২:২০ | 1092 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৃষ্টির দেখা মিললে মানুষের মনে স্বস্তির দেখা মিললেও এ যেনো চরম দূর্ভোগ ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাত বাড়ী নতুন জামে মসজিদের আশপাশের শতাধিক পরিবারের। বৃষ্টি এলেই সড়কের উপর দিয়ে ময়লা আবর্জনাসহ দুষিত পানি প্রবাহিত হয়। স্থানীয়রা জানান, গত তিন বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই তারা এমন দুর্ভোগের শিকার হচ্ছেন। তাদের অভিযোগ, ছাগলনাইয়া কলেজ রোড় থেকে সাত বাড়ী সড়কের পাশ দিয়ে ৪ ফুট প্রস্থ বিশিষ্ট যে ড্রেনটি নির্মাণ করা হয়েছে সে ড্রেনের পানি নিয়ম অনুযায়ী সড়কের উত্তর পাশে খালে যাওয়ার ব্যবস্থা না করে পৌর কর্তৃপক্ষ ঐ ড্রেনের পানি যাওয়ার জন্য দক্ষিণ দিকে মাত্র ১৪ ইঞ্চি ড্রেনের সাথে লিংক করে দেয়। উপর থেকে যে পানির প্রবাহ ৪ ফুট ড্রেনে নেমে আসে তা শেষ পর্যন্ত ১৪ ইঞ্চি ড্রেনের মধ্যে লিংক করে দেয়ায় পানি ড্রেনের উপর দিয়ে রাস্তা উঠে এবং আশপাশের বাড়ী ঘরে প্রবেশ করে। এতে চলাচলে বিঘ্নতা ছাড়াও ড্রেনের ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ে চারপাশে। পৌর কর্তৃপক্ষের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারনে বর্ষা মৌসুমে স্থানীয়রা এমন দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। দুই বছর যাবত পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও প্রতিকার না পেয়ে হাতাশা প্রকাশ করেন তারা। এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা জানান, এ সমস্যা নিরসনে পৌর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET