মোহাম্মদ রিয়াদ হোসেন, ফেনী সদর প্রতিনিধি :
সারাদেশে নববর্ষসহ নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে বাঙ্গালির প্রানের উৎসব পহেলা বৈশাখ। তারই ধারাবাহিকতায় বাদ পড়েনি ফেনীতে। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া এ.জেড খান উচ্চবিদ্যালয় মাঠে পিঠা উৎসব, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পহেলা বৈশাখ পালিত হয়।
বৈশাখী পিঠা উৎসের উদ্যোক্তা এম এন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন ভূঞা।
সহকারি প্রধান শিক্ষিকা ইসমত আরা বেগমের সন্ঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক, পল্লী চিকিৎসক আইউব আলী, শিক্ষক মিজানুর রহমান, শামীম আনসারী, গিয়াস উদ্দিন প্রমুখ।
অতিথিবৃন্দ মোলার বিভিন্ন স্টল ঘুরে দেেখন এবং প্রদর্শিত বৈশাখী পিঠা খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। শেষে স্কুল শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে দর্শক মাতিয়ে তুলে।অনুষ্ঠানে দর্শকদের করতালি মুখরিত ছিল মোলার আশপাশ।