
তাজুল ইসলাম (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জোড়গাছা পশ্চিম পাড়া ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা: আব্দুল মান্নানের উঠান বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব শোক রানার সুস্থ্যতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি মোঃ সুজাউদৌলা সঞ্জু। ইউনিয়ন বিএনপি আহ্বায়কের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন সারিয়াকান্দি উপজেলার বিএনপির সাধারন সম্পাদক জনাব: লুৎফুল হায়দার রুমি, সাংগঠিন সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ভেলাবাড়ি ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রহিম টিটু, মিজানুর রহমান আন্নু, হাকিম নজরুল ইসলাম মকবুল, জহুরুল ইসলাম, মেহেদী হাসান পিন্স, আব্দুল হামিদ, ওমর ফারুক, রবিউল ইসলাম, মিলন মিয়া প্রমুখ উপিস্থত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জানে সঞ্জু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, এবং ভোটের মাধ্যমে সৌরাচারী সরকার ও গণতন্ত্র গরণকারী সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। এজন্য আমাদের দলীয় সকল ভেদাভেদ ভুলে শহীর রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আর্দশের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।