
তাজুল ইসলাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম থানাকে মাদকমুক্ত অভিযান শুরু করেছেন। গত রোববার শাকিল আহম্মেদ (৩০) কে মাদক দ্রব্য সহ হাতে নাতে গ্রেফতার করেন সারিয়াকান্দি থানা পুলিশ। গ্রেফতারকৃত শাকিল, সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। শাকিল আহম্মেদ নিজের অপরাধ স্বীকার করে স্বেচ্ছায় দিন ব্যাপী সারিয়াকান্দি উপজেলায় পুলিশ হেফাজতে মাইক যোগে মাদক নির্মুলে জনসচেতনতা মূলক প্রচার চালান। সে বলেন, আমি শাকিল আহম্মেদ। আমি মাদক সেবন করি এবং বিক্রি করি। আমি একজন অপরাধী। আমি যে অপরাধ করেছি আপনারা কেউ এই রকম অপরাধ করবেন না। নবাগত অফিসার গণমাধ্যমকে জানান, সদ্য এ থানায় যোগদানের পরপরই লোকমুখে শুনতে পাই, দীর্ঘদিন ধরে রমরমাভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি অসাধু চক্র। যার ফলে বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড। পাশাপাশি ধ্বংস হচ্ছে নতুন প্রজন্মের যুব সমাজ ও দেশের ভবিষ্যৎ। মাদকের এই ছোবল থেকে নতুন প্রজন্মেকে রক্ষা করার জন্য এ পদক্ষেপ হাতে নিয়েছি। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আরও জানান, বর্তমানে যারা সারিয়াকান্দিতে মাদকের সাথে জড়িত আছেন তারা স্বেচ্ছায় মাদক ত্যাগ করুক অথবা থানায় আত্মসর্ম্পন করুক। অন্যথায় কাউকে মাদকের বিষয়ে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সকল স্তরের জনগনকে মাদক নির্মুলে স্বোচ্চার হওয়া জন্য পরামর্শ দেন তিনি।