
তাজুল ইসলাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মোবাশ্বের আলমের নেতৃত্বে ২০জন পুলিশ সারিয়াকান্দি পৌর এলাকার বাগবের মৌজায় সরকারী খাস জমি থেকে উচ্ছেদ করা হলো নদী ভাঙ্গনে আশ্রিত ৬টি অসহায় পরিবারকে উচ্ছেদ করেন। এই উচ্ছেদ অভিযানে আশ্রিত পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে । ওই পরিবারগুলোর ৩১ জন সদস্য দীর্ঘ ৫ বছর যাবত সরকারের ওই খাস জমিতে বসবাস করে আসাছিলেন। ভুক্তভোগী পরিবারের সদস্য বাবুল প্রামানিক ,মাবেজ প্রামানিক ,সুজন মিয়া , অজিবর,লেবু মিয়া জানান, আমাদের বসতবাড়ী সর্বনাসা যমুনায় ভেঙ্গে গেলে আমরা ওই খাস জমিতে নিজ টাকায় মাটি ভরাট করে বসবাস শুরু করি । তখন বাড়ী করার সময় কেউ আমাদের বাঁধা দেয়নি।এখন একটি প্রভাবশালী মহল প্রশাসনকে ম্যানেজ করে আমাদেরকে উচ্ছেদ করছে। আমরা দিনমজুর, খেটে খাওয়া মানুষ পরিবার নিয়ে এখন কোথায় গিয়ে আশ্রয় নেব ভেবে পাচ্ছিনা । এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মোবাশ্বের আলম বলেন , জেলা প্রশাসকের কার্যালয় থেকে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে । আমরা দায়িত্ব পালন করছি মাত্র ।