
তাজুল ইসলাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা সিনিয়র ফাজিল মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রাক্তন সহকারি শিক্ষক মো: সাহেব আলী, গতকাল বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭ঘটিকায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন পুত্র , এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণিগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কয়েক বছর যাবৎ শ্বাস কষ্ট (এ্যাজামা রোগে) ভুগছিলেন। গত মাসের শেষের দিকে তার অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেখাসে গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লুৎফুল হায়দার রুমি ও বর্তমান চেয়ারম্যান ও জোড়গাছা সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি মোঃ রুবেল উদ্দীন সহ ওয়ার্ড সদস্যবৃন্দ শোক সন্তুপ্ত পরিবারকে সমাবেদনা জানিয়েন । শুক্রবার সকাল ৯টায় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।