এম তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে ১২নং ভেলাবাড়ী ইউনিয়নে ডিসেম্বর মাসের ভিজিডি চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং চাল বিতরণ করেন, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দীন। এসময় তিনি সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার পুষ্টি চাহিদা মেটানোর জন্য পরিবারের খাদ্যের যোগান দিয়েছেন। তিনি আরও বলেন, এ চাল কেউ খোলা বাজারে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশিষ্ট বকেয়া মাসের চাল খুব শ্রীঘই বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, এনজিও প্রতিনিধি নুরুননাহার, ইউপি সদস্য- আব্দুর রাজ্জাক, মাফুজার রহমান, হুমায়ুন কবির, জিল্লুর রহমান, বেলাল হোসেন, রুবেল মন্ডল, অলিনা জাহান লিপি বেগম, রোকেয়া আক্তার প্রমুখ। এসময় ১’শ ৮৩জন সুবিধাভোগীর মাঝে এ চাল বিতরণ করা হয়।