
তাজুল ইসলাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে সংবাদ প্রকাশের পরও ব্যস্ততম জোড়গাছা সড়কটি, উপজেলা সড়ক ও জনপদ বিভাগ পূর্ণ সংষ্কারের উদ্যোগ না নেওয়ায় সারিয়াকান্দি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, বগুড়ার চেলোপাড়া-চনন্দনবাইশা প্রধান সড়কের জোড়গাছা নামক সড়কের বেহাল দশা শিরোনামে একাধিক জাতীয়, স্থানীয় ও অনলাইন প্রত্রিকায় সংবাদ প্রকাশের পরও জোড়গাছা রাস্তা পূর্ণ সংস্কারের উদ্যোগ নেননি সারিয়াকান্দি উপজেলা সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। গত সালের অক্টোবর মাসের শেষের দিকে জাতীয়-স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। সরেজমিনে গিয়ে জানা গেছে, ঐ মাসে জোড়গাছা পশ্চিম পাড়া বাঙ্গালী ব্রীজ পূর্ব পার হতে জোড়গাছা বাজার এ এম টেলিকম পর্যন্ত আংশিক মেরামত করা হলেও জোড়গাছা বাজার হতে সোনাপুর পর্যন্ত রাস্তার কোনো সংষ্কার করা হয়নি। ফলে এক একটি গর্ত যেন মরণ ফাঁদে রুপ নিয়েছে। রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় রাস্তার কিনারা দিয়ে (ধার ঘেসে) গাড়ি চলাচল করছে। ফলে রাস্তা ভেঙ্গে যাচ্ছে। বিশেষ করে বীর মুুক্তিযোদ্ধা রেজাউল করিম (বকুল) বাড়ীগামী (টগর রাইস মিল) সংলগ্ন রাস্তা, গিয়াস উদ্দীন বাড়ী সংলগ্ন, জোড়গাছা গ্রামীণ শক্তি করিতলা ব্রাঞ্চ অফিস সংলগ্ন রাস্তা। এই রাস্তা পূর্ব অঞ্চলের যাতায়াতের প্রধান মাধ্যম হওয়ায় প্রতি মিনিটে ঘুরছে হাজারো গাড়ির চাকা। দীর্ঘদিন যাবৎ রাস্তা সংষ্কার না হওয়ায় প্রতিনিয়ত ঘঠছে ছোট-বড় অনেক দুর্ঘটনা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই গর্তগুলো জলবদ্ধতাই পরিপূর্ণ হয়। গর্তের ভিতর থাকা পানি রাশিগুলো গাড়ির চাকার ছিটকানিতে পোষাকে লাগায় পরিস্কার পোষাকে বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না শিক্ষার্থী ও পথচারিরা। ফলে রাস্তাটি শিক্ষার উপর চরম প্রভাব ফেলছে; শিক্ষক-শিক্ষার্থী মহলসহ এলাকাবাসী রাস্তাটির দ্রুত সংষ্কার চেয়ে কতৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন। অতি দ্রুত রাস্তাটি উদ্যোগ না নিলে উপজেলা প্রকৌশলী অফিসারের বিরুদ্ধে দায়িত্ব হীনতার অভিযোগ তুলে মানবন্ধন করবে ছাত্র-শিক্ষক ও গাড়ি চালকরা। এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা প্রকৌশলী অফিসার জনাব- সহিদুল হকের সাথে কথা হলে তিনি জানান, বাকি অংশটুকু আগামী অর্থ বছরে সম্পন্ন করা হবে।