
ফেনী প্রতিনিধি:-ফেনীর দাগনভূঞা গত সসোমবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলায় উপস্থিত থেকে খেলার রানারঅাপ বিজয়ীদের জন্য ৫০০০০টকা ঘোষনা করেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
খেলায় সালামনগর প্রাথমিক বিদ্যালয় রানাসআপ বিজয়ী হোলে বুধবার সকালে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদরুল কবির রতন সাংসদ নিজাম উদ্দিন হাজারী’র পক্ষ থেকে স্কুল উন্নয়নের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগমের হাতে এ টাকা তুলে দেন।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান,বিদ্যালয়ের সভাপতি হারিছ আহাম্মদ,হারিছ আহাম্মদ পেয়ার মেম্বার সহ শিক্ষক,আভিবাবক,ছাত্র-ছাত্রী উপস্হিত ছিলেন।
Please follow and like us: