দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কৃতি সন্তান এসআই লালবুর রহমান বাংলাদেশ পুলিশ বাহিনীর শ্রেষ্ঠ পদক (পিপিএম) পেয়েছেন। অপরাধ দমন সাহসিকতার সেবা ও বীরত্বপূর্ণ কাজের জন্য তিনি এর পদক পান। লালবুর রহমান বর্তমানে (ডিএমপি) ঢাকা কদমতলী থানায় কর্মরত রয়েছে। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলা কাঁচুপাড়া গ্রামে মৃত রায়হান আলীর এক মাত্র সন্তান। লালবুর রহমান দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও দুর্গাপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাষ্টার্স ডিগ্রি অর্জন শেষে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। লালবুর রহমান ২০১২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাবইন্সপেক্টর হিসেবে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে টেলিংঙ্গে অংশগ্রহন করেন। টেলিং শেষে ২০১৩ সালের ১৮ ফেব্র“য়ারি নওগাঁ জেলার মহাদেবপুর থানায় যোগদান করেন। এর পর বদলি হয়ে একই জেলার ও নিয়ামতপুর থানায় যোগদান করেন। সাম্প্রতিক বদি হয়ে তিনি (ডিএমপি) ঢাকা কদমতলী থানায় যোগদান করেন। উল্লেখ্য ১৮২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল-বিপিএম ও প্রেসিডেন্ট পুলিশ মডেল পিপিএম দেওয়া হয়। আগামি ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপিএম পদককৃতদের মেডেল তুলে দিবেন। এসআই লালবুর রহমান এ পদক পাওয়া তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।