সিঙ্গাপুরে সন্দেহভাজন আট বাংলাদেশি জঙ্গিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।
সিরিয়ায় গিয়ে তাদের আইএসে যোগদানের পরিকল্পনা ও বাংলাদেশের হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট (আইএসএ) এর অধীনে গত এপ্রিলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, রাহমান মিজানুর (৩১), মামুন লিয়াকত আলি (২৯), সোহাগ ইব্রাহিম (২৭), মিয়া রুবেল (২৬), জামান দৌলত (৩৪), ইসলাম শরিফুল (২৭), মো.জাবাত কায়সার হাজী নুরুল ইসলাম সওদাগর (২৯) ও সোহেল হাওলাদার ইসমাইল ইসমাইল হাওলাদার ( ২৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে মিজানুর সিঙ্গাপুরের এস-পাস হোল্ডার। বাকিরা ওয়ার্ক পারমিট হোল্ডার। এরা সবাই স্থানীয় নির্মাণ ও সামুদ্রিক শিল্পে কাজ করছেন।
এদের মধ্যে রহমান মিজানুরই ২০১৬ সালের মার্চ মাসে আইএসবি প্রতিষ্ঠা করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, আইএসবির এই সদস্যরা বিদেশি যোদ্ধা হিসেবে আইসিসে যোগ দিতে ইচ্ছুক ছিল।
কিন্তু সিরিয়ায় যাওয়া কঠিন হবে বলে তারা পরিকল্পনা করে যে তারা বাংলাদেশে ফিরে গিয়ে সেখানকার নির্বাচিত সরকারকে সশস্ত্র পন্থায় উৎখাত করে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তাকে আইসিসের খেলাফতের অধীনে নিয়ে আসবে।
বাংলাদেশে এই গোষ্ঠীটির অন্তত দুজন সদস্য আছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , আটককৃতদের কাছ থেকে ‘আক্রমণের লক্ষ্যবস্তু’ হিসেবে বাংলাদেশের কিছু সরকারি ও সামরিক কর্মকর্তার নামের তালিকা, অস্ত্র ব্যবহার ও বোমা তৈরির পদ্ধতি সংক্রান্ত দলিলপত্র এবং উগ্রপন্থী বইপত্র পাওয়া গেছে।