সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুলঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের
শিমুলদাইড় বাজারে চাঁদা না দেয়ায় দোকানীকে মারপীটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দোকানী
রবিউলের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে কাজিপুর থানায় ৪ জন কে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
যার মামলা নং ০৭, তারিখ ১১-১১-২০১৯ইং কাজিপুর থানায় দেয়া লিখিত অভিযোগে জানা গেছে, গত ১০
নভেম্বর রাতে শিমুলদাইড় বাজারের কম্বল ব্যবসায়ি রবিউল ইসলাম প্রতিদিনের ন্যায় ব্যবসায়িক কাজে তার
নিজ দোকানে অবস্থান করছিল।
এসময় শিমুলদাইড় গ্রামের মৃত দলিলুর রহমানের পুত্র আমিনুল ইসলাম সাধু (৫০),আফাজ উদ্দিনের ছেলে
সাইদুল(৪২) ,মাহফুজের ছেলে আঃ মোতালেব(৩৫) সর্বসাং শিমুলদাইড় , মৃত আবু তাহেরের ছেলে ইমু মিয়া
(৩০) সাং সাতকয়া, সর্ব থানা কাজিপুর ,দোকানদার রবিউলের নিকট ২(দুই) হাজার টাকা চাঁদা দাবি করে ।
রবিউল টাকা দিতে অস্বীকার করলে চাঁদা বাজরা তাকে মারধোর করে এবং দোকানের নিকটে রাখা মোটর
সাইকেল নেয়ার চেষ্টা করে। এসময় রবিউলের চিৎকার ও চেচামেচিতে লোকজন জড়ো হলে চাঁদাবাজরা হুমকি
ধামকি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে শিমুলদাইড় বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আবু তাহের, প্রত্যক্ষদর্শী বরশিভাঙ্গা গ্রামের মৃত ইউনুস
উদ্দিন আকন্দের ছেলে জিয়াউল হক জগলু, শিমুলদাইড় গ্রামের মৃত জসিম উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল
খালেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এর সুষ্ঠবিচার দাবি করেছেন।
কাজিপুর থানার ওসি তদন্ত গৌতম চন্দ্র মালি জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।