
উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
“নদী খাল খনন কর, বাংলাদেশ রক্ষা কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হলো র্যালী ও আলোচনা সভা। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে রি-কল ২০২১ প্রকল্প, মানব মুক্তি সংস্থা (এমএমএস), অক্সফ্যাম বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত আলোচনা সভা বেলকুচি থানার নির্বাহী অফিসার ওলিজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাইনুদ্দিন,উপজেলা কৃষি অফিসার কল্যান প্রসাদ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।