উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে হুজুর মার্কেটে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিএনপির কর্মীবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে মৌন মিছিল নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়। উক্ত অবস্থান ধর্মঘট ও মৌন মিছিলে বেলকুচি উপজেলা বিএনপির সভাপতি হাজী গোলাম আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-চৌহালী) আসনের নমিনেশন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম। এ সময় তিনি বলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যদি নিজের সুখের কথা ভাবতেন তাহলে তার আজ জেলে থাকতে হতো না। তিনি আরাম আয়েশে বিদেশে তার বাকি জীবন কাটিয়ে দিতে পারতেন। কিন্তু জনগনের দুঃখের সাথী হয়ে তার আজ এতো কস্ট সহ্য করতে হচ্ছে। তাই সকলে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি কামনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক মোনোয়ার চৌধুরী বাবু, বেলকুচি উপজেলার সাবেক শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদার ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।