উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
মঙ্গলবার বিকালে উপজেলার রাজাপুর উত্তর পাড়ার মৃত তারা মন্ডলের ছেলে ইয়াছিন মন্ডল ও কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কাজিপুড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে সোহেল প্রামানিককে রাজাপুর উত্তর পাড়া ইয়াছিন মন্ডলের নিজ বাড়ী থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উত্তর পাড়া থেকে ইয়াছিন ও সোহেলকে ৩০০গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। তাড়া দীর্ঘ দিন ধরে বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। ইতি পুর্বে তাদের নামে থানায় একাধিক মামলা আছে।
এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।