আশরাফুল ইসলাম জয় সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী তিন প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিল¬াত মুন্না এমপি স্বাক্ষরিত একটি চিঠিতে তাদের এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- বেলকুচি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল ওয়াহাব বিএসসি, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ ও স্থল ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম। বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় শৃঙ্গলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়।