প্রাথমিক শিক্ষায় কম খরচে কম সময় ব্যয়ে কাজে লাগবে এমন ধরণের কিছু উদ্ভাবনী ধারনার ইনোভেশন নিয়ে যে শো কেসিং করা হবে তার জন্য প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫শে মার্চ সোমবার সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে এই ইনোভেশন কার্যক্রমের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এই প্রথম সিরাজগঞ্জ জেলায় ব্যাপক উৎসাহ উদ্দেপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে আগামী ২৮ শে মার্চ সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রাঙ্গনে ইনোভেশন শো কেসিং আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। উক্ত আলোচনা সভাটি সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ইনোভেশন ফোকাল পারসন মোঃ সাইফুল ইসলাম। এসময় তার বক্তব্যে তিনি বলেন, বর্তমানে প্রাথমিক শিক্ষা বিভাগ টিসিভি অনুসরন করে বিভিন্ন ইনোভেশন উদ্ভাবন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে চলছে। উদ্ভাবনী ধারণা সংগ্রহ ও উদ্ভাবনী কার্যক্রমে শিক্ষার্থীদের শিক্ষণ-শেখানো কার্যক্রম গতিশীল ও ফলপ্রসূ করার জন্যে, সামগ্রিক প্রাথমিক শিক্ষাকে গতিশীল ও উন্নত নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সেবা প্রদানের ক্ষেত্রে ইনোভেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রাথমিক শিক্ষায় সেবা প্রদান ও গ্রহণকারী উভয়ই আছেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অংশীজন নিয়ে প্রাথমিক শিক্ষার যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। মানসন্মত ও গুণগত প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষ্যে বিদ্যালয় হতে শুরু করে সর্বোচ্চ পর্যায় তথা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত সেবা প্রদানের ক্ষেত্রে ইনোভেশন বা উদ্ভাবনী ধারণার প্রয়োগ করা প্রয়োজন। বর্তমানে প্রাথমিক শিক্ষায় মাঠ পর্যায় হতে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অসংখ্য ইনোভেশন চর্চা হচ্ছে যা প্রাথমিক শিক্ষায় ঈর্ষণীয় সাফল্য এনে দিয়েছে।
সময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা ও শ্রেষ্ঠ নারী জয়িতা ফারজানা হক এস বি রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা মুহ্তাশাম আরা নিপা, হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা খাতুন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।