এস, এম. আশরাফুল ইসলাম জয় সিরাজগঞ্জ:-
সিরাজগঞ্জ সলঙ্গা উপজেলা থেকে আব্দুল হাই ফকির (৬০) নামে এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল হাই ফকির সলঙ্গা থানার কুমাজপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। আজ সোমবার দুপুরে সলঙ্গা থানার জগন্নাথপুর গ্রামের একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃদ্ধ আব্দুল হাই ফকির রবিবার বিকেলে বাড়ি থেকে কাজের উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজা খুজি করে না পেয়ে তার সন্ধ্যান চেয়ে রাতে গ্রামের বিভিন্ন স্থানে মাইকযোগে প্রচার করেন। আজ সোমবার দুপুর ১টায় জগন্নাথপুর গ্রামে একটি গাছের সাথে তার লাশ ঝুলে থাকতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। সলঙ্গা থানার এস, আই মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।