এস, এম. আশরাফুল ইসলাম জয় সিরাজগঞ্জ:-
সিরাজগঞ্জে এমপিওভূক্তির দাবিতে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে মানব বন্ধন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা। মানব বন্ধনে অংশ নেন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ। গতকাল সোমবার সকাল ১০টায় চৌরাস্তার মোড় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত মানব বন্ধনে চলাকালে বক্তব্য রাখেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, শিক্ষক নেতা মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, রুবা খাতুন, রাজিয়া সুলতানা প্রমুখ। মানব বন্ধন শেষে শিক্ষকরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করে জেলা কালেক্টরেট ভবনের সামনে পূনরায় সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।