
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী মিরপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় এক সমাজে প্রায় ১৪ হাজার লোকের বসবাস করা শতবর্ষী মিরপুর ঈদগাহ ময়দানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হয়। ফজর নামাজের পরে থেকেই মিরপুর গ্রাম ছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন।
ঈদের জামাতে ইমামতি করেন মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।