সিরাজগঞ্জে ওঙ্কার কবিতা আবৃতি কেন্দ্র’র আত্মপ্রকাশ হয়েছে। ১০ মার্চ রবিবার সন্ধ্যা ৮ টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয় সংগীত সন্ধ্যা ও আলোচনা সভার মধ্য দিয়ে ওঙ্কার কবিতা আবৃতি কেন্দ্র’র আত্মপ্রকাশ করা হয়।
উক্ত আলোচনা সভাটি সিরাজগঞ্জের লেখক নাট্য ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবি সাহিত্যিক এস এম আব্দুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। এতে ওঙ্কার কবিতা আবৃতি কেন্দ্র’র সভাপতি পদে সুলতানা রাজিয়া মিলন, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীমা জেসমিন তিথি, সহ-সাধারণ সম্পাদক বিচিত্রা রানী রায়, অর্থ সম্পাদক রাকিবা আফরোজ, সাংগঠনিক সম্পাদক সৈকত আহমেদ, দপ্তর সম্পাদক নিথর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম জয়, কার্যনির্বাহী কমিটির সদস্য কানিজ রেহানা মুন্নী, তাপসী ঘোষ, এনামুল হক নির্বাচিত হন।
এসময়, সিরাজগঞ্জ জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম সহ সিরাজগঞ্জের বিভিন্ন সংগীত ও নাট্যক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।