২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




সিরাজগঞ্জে চড়া মূল্যে বিক্রি হলো নিষিদ্ধ এক মণে’র বাঘাইড় মাছ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২৪, ১৭:২৩ | 666 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ যমুনা নদীর জ‌লে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল প্রায় এক মণ ওজ‌নের বাঘাইড় মাছ। যদিও এই মাছকে মহাবিপন্ন হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

বাজা‌রে মাছ কিনতে আসা মনজুরুল আলম বনি না‌মের এক ক্রেতা ব‌লেন, বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ আইন অমান্য করে বিক্রি করা হচ্ছে বিপন্ন ‘বাঘাইড় মাছ’। ফলে দেশের জলাভূমি থেকে বিশালাকৃতির এ মাছটি বিপন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই মাছকে অনেক ‘বাঘ মাছ’ও বলে থাকেন। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল অনুয়ায়ী এই প্রজাতিটি সংরক্ষিত।

এই মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ও অপরাধ। জানা গেছে বাঘাইড়টি ভাগা ক‌রে কে‌টে ৩৮ হাজার টাকায় বিক্রয় করেছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় যমুনা নদীর ঘাটে বাগাড় মাছটি ধরা পড়ে।

ক্রেতাদের সূত্রে জানা যায়, কড্ডার মোড় এলাকায় মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বাঘাইড় মাছটি বাজারে তোলেন। দুপুরের দিকে মাছটি কেটে বিক্রি করেন তিনি। প্রতি কেজি ১০০০ টাকা মূল্যে বিক্রি করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসব মাছ কিনেন।

ব্যবসায়ী ও সমাজসেবক টুক্কু মুক্তার তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ মতলুবুর রহমান ব‌লেন, বাঘাইড় মাছ বিক্রয় এর বিষয়ে আমরা জানিনা, কোথাও বিক্রি হলে অবশ্যই আগে আমাদের কে জানাবেন। বাঘাইড় মাছ ক্রয়-বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। তারপর বিভিন্ন মাছবাজারে এ বিপন্ন মাছটি ক্রয়-বিক্রয় করা হচ্ছে। আমরা এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET