১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে চিকিৎসক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত




সিরাজগঞ্জে চিকিৎসক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২৪, ০০:৪৮ | 664 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে চিকিৎসক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় সিরাজগঞ্জ শহরের নিউমার্কেট পৌরকনভেনশন হলে উক্ত সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি তার বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের মাসে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর, জাতীয় চারনেতা, স্বাধীনতা যুদ্ধে নিহত সকল ভাষা শহিদ, বীর শহিদদের, করোনা কালে মৃত্যু বরণকারি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্র, ডাকটেলিযোগাযোগ মন্ত্রী, ক্যাপ্টেন মনসুর আলী সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম সহ করোনায় মৃত্যু বরণকারি, মৃত্যু বরণ কারি আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষতার সহিত করোনা সহ বিভিন্ন দূর্যোগকালীন সময়ে মোকাবিলা করে দেশের মানুষকে ভালোবেসে চলছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধি শালী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে কাজ ও দেশ পরিচালনা করছেন। আর বিএনপি-জামাত ক্ষমতাকালে বিএনপির তারেক রহমান হাওয়াভবন করে দেশটাকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করে দূর্নীতিকরে করছিলো, করেছিলো লুটপাট,মানুষ হত্যা, অত্যাচার জুলুম করেছিলো তারা মানুষের ভাগ্যের উন্নয়ন করেনি, অনেক প্রার্থীকে টাকার বিনিময়ে চাকুরি দিয়েছে।

প্রধান আলোচক ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ নওশাদ আলী, ডাঃ মোঃ জাবেদ, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ এম এম আক্তারুজ্জামান সোহেল, সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ ইসমে আজম জিকো, সহ ত্রাণ দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডাঃ রাকিবুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ডাঃ জহুরুল ইসলাম রাজা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ওয়ালিউল ইসলাম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জাহিদের ইসলাম হীরা।

এসময়ে অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলু, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, সুনামখ্যাত ডাঃ একরামুল হক, ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন সহ অন্যান্য চিকিৎসকগণ, চিকিৎসকগণ পরিবারবর্গের সদস্যরা, বীরমুক্তিযোদ্ধা, সুধীজন, গুনীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বাহারি পিঠা উৎসব করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET