আশরাফুল ইসলাম জয় সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার আলোকদিয়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃতু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১.০০টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু হয়। তার বয়স আনুমানিক ২৬ বছর। কামারখন্দ উপজেলার নির্বাহী অফিসার ইশরাত ফারজানা দৈনিক দেশকালকে জানান, ভোরে জামতৈল স্টেশনের অদুরে আলোকদিয়া নামক স্থানে রেলের নীচে পড়ে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। পা কাটাবস্থায় পড়ে থাকা ওই নারীকে উদ্ধাকরে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১.০০টার দিকে সে মারা যায়। ওই নারীর পাশে পৌনে ২ বছর বয়সী একটি শিশু ছিল। শিশুটি বর্তমানে উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। সদর থানার উপ-পরির্দক আব্দুল বারিক জানান, লাশ উদ্ধাকরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পেরন করা হয়েছে।