সিরাজগঞ্জে ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব অর্থয়নে জেলা পরিষদ সিরাজগঞ্জ কর্তৃক বাস্তবায়িত দেশে পরিবহন খাতে দূর্ঘটনা রোধে দক্ষ গাড়ীচালক ও টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামীম তালুকদার লাবু
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০ টার দিকে জেলা পরিষদের সন্মেলন কক্ষে এই ১ মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডিজিটাল ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রর পরিচালক মোঃ মাহফুজুর রহমান সহ যুব প্রশিক্ষণ কেন্দ্রর অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এই প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার দুই শিফ্টে ৪০ জন প্রশিক্ষণার্থীরা ড্রাইভিং প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।