সিরাজগঞ্জে ২০২৩-২০২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে জন প্রতি ১০ কেজি করে ২০০ জন প্রতিবন্ধীদের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা, অধিদপ্তর দূর্যোগ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি দক্ষিণ পাড়ায় মাস্টারবাগ ভবনে প্রতিবন্ধী জীবন জীবিকা উন্নয়ন সংস্থার অফিস হতে উক্ত চাল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও দূর্যোগ পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান।
এতে সভাপতি করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ে পৌর সমাজসেবা অফিসার মোঃ আলাউদ্দিন, পৌরসমাজ কর্মী রাশিদুল হাসান, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ নাজমুল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, প্রতিবন্ধী জীবন জীবিকা উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ সম্পা খাতুন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী জীবন জীবিকা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোছাঃ খাদিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী, অর্থ সম্পাদক মোছাঃ লাকী খাতুন সহ অন্যান্যরা এবং সকল সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।