সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদের মাঠ প্রাঙ্গনে দুগ্ধ ও পোল্ট্রি খামারীদের উৎসাহিত করতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহর ৩৫ টি স্টল পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামিম তালুকদার লাবু।
সেবা সপ্তাহ অনুষ্ঠানটি সদর উপজেলা নির্বাহী অফিসার মোনোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমীর হোসেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সদর মৎস্য কর্মকর্তা, আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত, কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী, সিরাজগঞ্জ সদর ভি.এফ.এ সুজয় মন্ডল, অফিস সহায়ক মোঃ আব্দুল মোমিন সেখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।