এস, এম আশরাফুল ইসলাম (জয়): সিরাজগঞ্জে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের অনুষ্ঠান পালিত হয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচীর অংশ হিসেবে সকাল ৬ টায় জাতীয়, দলীয় এবং সংগঠনের পতাকা উত্তোলন শেষে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করেন। বেলা ১১টায় প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি সিরাজগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় এসে শেষ হয়। এবং সন্ধা ৬টায় প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদ্ধোধন করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান খান বরাত এবং সাধারন সম্পীদক ওয়াছ করনী লকেট ও পৌর এ সদর থানা প্রজন্মলীগের নেতা কর্মীবৃন্দ। এ সময় আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল পরিমান নেতা কর্মী উপস্থিত ছিলেন।। বাংলাদেশ মুক্তিযুদ্ধো প্রজন্মলীগের সভাপতি মোঃ আতাউর রহমান (বরাত) সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়মীলীগের সভাপতি সভাপতি হাজী ইসাহাক আলী, এ সময় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাধারন সম্পাদক ওয়াছ করুনী লকেট বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি ঐতিহ্যবাহি রাজনৈতিক দল। আর তার অঙ্গসংগঠন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ। আমি আশা করবো আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করবে।