
কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও সিরাজগঞ্জে রাস্তাঘাটে মানুষ বের হলেই আইনশৃংখলা বাহিনীর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। শুক্রবার (২ জুলাই) ভোর থেকে শহরের বিভিন্ন প্রবেশপথে তল্লাশি শুরু করে সেনাবাহিনী ও বিজিবি। সকালে দৈনন্দিন কাজে মানুষ বের হলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের চলাচল কমে যায়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে) মো. মাসুদুর রহমান জানান, কঠোর ‘লকডাউনে’ বিনা কারণে বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ৭৯টি মামলায় ১২৬ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ নয়টি উপজেলায় ১৭টি ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা হয়। মোট ১৯ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।
সর্বাত্মক ‘লকডাউনে’ সিরাজগঞ্জে তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন সেনা বাহিনী কাজ করছে। মাঠে আছে পুলিশ আনছার ও সেবা মূলক স্কাউট দল। সকাল থেকে জেলা প্রশাসনের ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। উপজেলা পর্যায়ে ৯ টি উপজেলায় দায়িত্বে আছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনাররা (ভূমি)।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, বলেন, কঠোর লকডাউন বাস্তবায়ন করতে সকাল থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে নেমেছেন। বিধি-নিষেধ অমান্য করলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) মধ্যরাত পর্যন্ত ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করেছে সরকার। এ সময় জরুরি সেবা দেওয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকছে। তবে গণমাধ্যমসহ কিছু জরুরি পরিষেবা এ বিধিনিষেধের বাইরে রয়েছে।