আশরাফুল ইসলাম জয় সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দিনে- দুপুরে এক তেল ব্যবসায়ীর ম্যানেজারের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুরে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের নুকালী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনার প্রতিবাদে নগরবাড়ী-বগুড়া মহাসড়ক এক ঘণ্টাব্যাপি অবরোধ করে রাখেন তেল ব্যবসায়ীরা। পরে পুলিশ গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম জানান, স্থানীয় তেল ব্যবসায়ী শাহিনের ম্যানেজার আইয়ুব আলী ১৫ লাখ টাকা নিয়ে মোটর সাইকেল যোগে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পথে নুকালীতে ৫/৭ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে। দুর্বৃত্তরা ম্যানেজার আইয়ুব আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করলে মোটর সাইকেল উল্টে তিনি খাদে পড়ে যান। এ সময় তারা ব্যাগ ভর্তি ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ওই ম্যানেজারকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এব্যাপারে থানায় মামলার দায়ের করা হয়েছে।