আশরাফুল ইসলাম জয় সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামঈশ্বরগাতিতে ধানের চাতালের বয়লার বিস্ফোরনে দুই চাতাল শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো চার জন। গতকাল বুধবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহতেরা হলো, রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামঈশ্বরগাতি গ্রামের নাসির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী ও আলতাফের ছেলে নাজির উদ্দিন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সকাল ৬টার দিকে ধান সিদ্ধ করার সময় রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামঈশ্বরগাতিতে নুরুল ইসলামের চাতালে বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় চাতালে ধান সিদ্ধের কাজে কর্মরত ইদ্রিস আলী ও নাজির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় এক মহিলা সহ তিন চাতাল শ্রমিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পর চাতাল মালিক নুরুল ইসলাম গা ঢাকা দিয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেন।