
এম এ মালেক,সিরাজগঞ্জঃ
জেলার সলঙ্গা থানার বিভিন্ন হাট বাজারে ও গুরুত্বপুর্ণ স্থান গুলোতে লাইসেন্স বিহীন ফার্মেসীতে সরকারী ঔষধ সিডাক্সন, রিলাক্সিন, মরফিন,সরকারী জন্ম নিবন্ধিকরন ইনজেকশন, এ্যালকোহল সহ নিন্ম ও মেয়াদোত্তীর্ন ঔষধ অবাধে বিক্রীর অভিযোগ উঠলেও দেখার কেউ নেই ।
থানা সদর, ঘুড়কা, নলকা, সাহেবগঞ্জ, ভুইয়াগাতী, এরান্দহ,হরিণচড়া, নাইমুড়ি, ভেংড়ি, চারা বটতলা, জোড়দিঘি, মালতি নগর, পাচলিয়া, আমডাঙ্গা, আমতলা , ধুবিল, তালতলা, সাতকুশি,সহ বিভিন্ন গ্রামগঞ্জের ছোট ছোট দোকান ঘরে এ সব ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে অবাধে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অহরহ অভিযোগ উঠেছে।
অনেক ফার্মেসীতে কম দামের নিন্ম মানের ঔষধ চড়া দামে গ্রামের অশিক্ষিত, নিরীহ ও গরীব মানুষের কাছে বিক্রি করছে । ফলে নিরীহ লোকজন ঐ সব ব্যবসায়ী ও নাম মাত্র ডাক্তারদের দ্বারা প্রতারিত হচ্ছে । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজর দিবেন বলে সচেতন মহল আশাবাদী।
Please follow and like us: