আশরাফুল ইসলাম জয় সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চরসাতবাড়িয়া গ্রামের বাঁশ ঝাড়ের মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত কৃষক শাহজাহান আলী আকন্দ চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান আলী আকান্দ মারা যায়। সে চর সাতবাড়িয়া গ্রামের বদর আকন্দের ছেলে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত শাহজাহানের ভাতিজি লাকী আক্তার বাদি হয়ে কোবাদ আলী ও ৩ স্বজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, গত ৪ এপ্রিল উল্লাপাড়ার চরসাতবাড়িয়া গ্রামে বাঁশ ঝাড়ের মালিকানা নিয়ে শাহজাহান আলী ও কোবাদ আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কোবাদ আলীর ভাই শাহজাহান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।