এস, এম. আশরাফুল ইসলাম (জয়) সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডাদেশ নিদের্শ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় প্রদাান করেন। দন্ডপ্রাপ্ত আমীরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কর্ণসুতী গ্রামের কোরবান মন্ডলের ছেলে। সে পলাতক রয়েছে। মামলা সুত্রে জানা যায়, ২০০২ সালে আমীরুলের সাথে বিয়ে হয় কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের বেল্লাল মন্ডলের মেয়ে ফরিদা বেগমের (২৪)। বিয়ের পর থেকে তাদের পরিবারের মধ্যে পারিবারিক কলোহ চলে আসছিলে। এরই এক পর্যায়ে আমীরুল ইসলাম গোপনে একই এলাকার শাহীনুর খাতুন নামে এক মেয়ে ২য় বিয়ে করে। বিষয়টি তার প্রথম স্ত্রী ফরিদা বেগম জানতে পারলে পারিবারিক কলোহের মাত্রা বেড়ে যায়। এরই জের ধরে ২০০২ সালের ৫ জুন ফরিদাকে পিটিয়ে আহত করে তার স্বামী। এক পর্যায়ে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের বড় ভাই আব্দুল আজিজ আমীরুলকে আসামী করে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য শেষে আদালত মঙ্গলবার এ রায় প্রদান করেন। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিটর শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।