
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি পদে পুনরায় ডা. ওয়ালিউল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক পদে নতুন মুখ ডা. মোঃ আল আমিন হোসেন আশিক নির্বাচিত হয়েছেন।
বুধবার ১২ জুন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোঃ জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডা. মোঃ কামরুল হাসান মিলনের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের এই নাম ঘোষণা করা হয়।
এর আগে গত ১৮ মে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজের হল রুমে ৪টি ইউনিট সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, জয়পুরহাট এর সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে তাদের নাম উঠে আসে।
উল্লেখ্য নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক কে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।
এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. জান্নাত আরা তালুকদার হেনরী। সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শামীম তালুকদার লাবু। সিরাজগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।