আশরাফুল ইসলাম জয় সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার নবগ্রামের লেগুনাচাপায় হালিম মণ্ডল (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিম মন্ডল উল্লাপাড়া উপজেলার নবগ্রামের রামকান্তপুর গ্রামের হোসেন মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাইসাইকেল নিয়ে রামকান্তপুর থেকে উল্লাপাড়া যাচ্ছিলেন হালিম মণ্ডল। পথিমধ্যে ওই এলাকায় একটি সিএনজিচালিত লেগুনা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ দৈনিক দেশকালকে জানান, লেগুনাটিকে আটক করা হয়েছে।