
এম এ মালেক,সিরাজগঞ্জ:- সিরাজগঞ্জের এনায়েতপুরে অভিযান চালিয়ে সাহেদ আলী শেখ (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব- ১২। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক সাহেদ আলী চর বেতিল গ্রামের হাসান মোল্লার ছেলে।
সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মেদ সুমন জানান, জেলার এনায়েতপুরে চরবেতিল গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সাহেদ আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন ও নগদ ৬১০ টাকা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে এনায়েতপুরে মামলা করা হয় বলেও জানান তিনি।
Please follow and like us: