অত্যন্ত আনন্দঘন জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ জেলার সকল শিল্পী মিউজিশিয়ানদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল ৪ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সিরাজগঞ্জ পৌর শহরের নর্থ টাউন রেস্টুরেন্টে এই মিলন মেলার আয়োজন চলে।
অনুষ্ঠানটি মিলন মেলার আয়োজক কমিটির সদস্য শাওন ও ডাবলু সার্বিক নির্দেশনায় ও জনপ্রিয় সংগীত শিল্পী সুইটি ও রেনেসা খানমের সঞ্চালনায়, সিরাজগঞ্জের সকল নবীন ও প্রবীণ সংগীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সংগীত অনুষ্ঠান শেষে ডান্স ও লটারির মাধ্যমে ১৫ জন বিজয়কে পুরস্কার প্রদান করা হয়।
মিলন মেলা অনুষ্ঠানে সিরাজগঞ্জের প্রায় এক শত ৫০ জন শিল্পী ও ম্যাজিশিয়ান অংশগ্রহণ করেন।
মিলন মেলা অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন মনিকা, অন্তর, আরিফ সুজিদ বাপন সহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় করেন বিশিষ্ট সংগীত মিউজিসিয়ান ও সংগীত শিল্পী আজাদ রেহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক এর সিএ সংগীতশিল্পী ও অভিনেতা ইব্রাহিম হোসেন, সংগীত শিল্পী সূর্য বারি,
তরিকুল ইসলাম তারা, মামুন, কাইয়ুম শাহেদ হাসান, জুবােয়ের জিকো প্রমুখ।