
ইউসুফ আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:- সিরাজগঞ্জের তাড়াশে খাদিজা খাতুন(২১)নামের এক কলেজ ছাত্রী পুরুষে রুপান্তর হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে তাড়াশ সদরের সর্দার পাড়ায়।বিষয়টি ওই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে,খাদিজাকে দেখার জন্য শতশত উৎসক জনতা বাড়িটিতে ভিড় জমাচ্ছে। এতে কৌতুহল মানষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরে জমিনে জানা যায়,তাড়াশ সদরে বসবাসরত অবসরপ্রাপ্ত সেনা সৈনিক হাসমত আলীর ৩য় কন্যা খাদিজা খাতুন(সেতু) এস এস সি ও এইচ এস সি তে জিপিএ ৫ পেয়ে উর্ত্তীন্ন পর ঢাকাতে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করছে। থাকতেন একটি মহিলা হোষ্টেলে।
খাদিজা জানান প্রায় ছয় মাস পূর্বে তার শারীরিক অবস্থার পরিবর্তন হতে থাকে লজ্জায় কাউকে না বলে বিষটি গোপন রাখে।এদিকে সেতু বিষয়টি গোপন রাখলেও ধিরে ধিরে তার শারীরিক ও মানুষিক অবস্থার পরিবর্তন ও গতিবিধি হোষ্টেলে অবস্থানরত অন্য মেয়েদের সন্দেহ হলে সেতু তার এই বিষয়টি সবাইকে বলে দেয়।পরে সেতু বাড়িতে এসে তার মার কাছে ঘটনাটি বলে । তার মা – বাবা ও অন্য সদস্যদের সাথে আলোচনা করে ঢাকার একটি ক্লিনিকে ডাক্তারকে দেখান।
এ বিষয়ে খাদিজার ভগ্নীপতি নাসির উদ্দিন বলেন,ঢাকায় ডাক্তারকে দেখানোর পরে খাদিজার পুরুষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে নারী থেকে পুরুষে রুপান্তর হলে খাদিজা খুশি হয়ে নিজের নাম রেখেছেন সাহুল সিদ্দিক।