
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে জেলার সদর উপজেলার বাগডুমুর গ্রামে
মাঠে কৃষি কাজ করার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বাগডুমুর এলাকার মোঃ নছিম খানের পুত্র আব্দুল মালেক ও মোঃ আব্দুল মজিদের পুত্র মোঃ সোলেমান শেখ।
বহুলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে মোঃ আব্দুল মালেক ও আব্দুল মজিদ একটি মাঠে কৃষি কাজ করতে যায়। সেখানে দু’জনে একসঙ্গে কাজ করার সময় তাদের পাশে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দু’জন আহত হলে। স্থানীয়দের সহযোগিতায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।