সিরাজগঞ্জ বিজ্ঞ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এর জেলা ও দায়রা জজ, রাজশাহীতে বদলী জনিত বিদায় উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক এক সংবর্ধনা প্রদান করেছে।
২৫ শে ফেব্রুয়ারী রোবিবার বিকাল ৪ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব), মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ শেখ মোঃ নাসিরুল হক, সিরাজুল সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ ভূমি অফিসার ইসরাত জাহান, সিরাজগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান হোসেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট কায়সার আহমেদ লিটন।
এসময়, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে বক্তারা, সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এর কর্মজীবনে নানান দিক তুলে ধরে বলেন, সিরাজগঞ্জ বিচার বিভাগের জেলা ও দায়রা জজ যে ভাবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন তা সিরাজগঞ্জ বাসি কখনো ভুলবে না। বিচার বিভাগের বিচারিক কার্যক্রম তিনি সততার সাথে পালন করায় সিরাজগঞ্জের বিচার প্রার্থীরা সঠিক বিচার পেয়েছেন। বিচারিক কার্যক্রম নিয়ে সিরাজগঞ্জ বাসির কোনো অভিযোগ ছিলো না। তিনি যেখানে যাবেন সেখানে সততার সাথে বিচারিক কার্যক্রম পালন করবেন বলে ও মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে বক্তারা সিরাজগঞ্জ থেকে বিদায়ী জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এর জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।