আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরেৃ, আনব হাসি সবার ঘরে ” এ প্রতিপাদ্য সামনে রেখে – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । সিরাজগঞ্জ সরকারি কলেজে’র আয়োজনে,
রবিবার (১৭ মার্চ) সকাল কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সকাল সাড়ে ৯ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভার
প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর টি.এম. সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শরীফ-উস-সাঈদ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির -২০২৪ এর আহ্বায়ক প্রফেসর এ.কে.এম রেজাউল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাশেদ।
অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, যুগ্ন-সাধারণ জীবন শেখ, সহ- সভাপতি মোঃ সজীব সেখ, হৃদয় শেখ, সাংগঠনিক সম্পাদক আরেফিন অনিক সহ অন্যান্য নেতাকর্মীরা এবং কলেজের সকল বিভিন্ন বিভাগীয় প্রধান সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বণার্ঢ্য জীবনের উপর আলোচনা করেন।