আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে প্রায় ৪ লাখ মানুষ মারা গেছে বলে তার ধারণা।
শুক্রবার স্টাফ্যান ডি মিস্তুরা বলেন, এই সংখ্যা তার নিজের অনুমাননির্ভর এবং এটি জাতিসংঘের কোনো পরিসংখ্যান নয়।
তিনি যুদ্ধ বন্ধে প্রধান আঞ্চলিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানান।
‘দুই বছর আগে বলা হয়েছিল আড়াই লাখ মানুষ মারা গেছেন। বেশ তো, দুই বছর আগের কথা তো দুই বছর আগের কথা,’ বলছিলেন মিস্তুরা।
সিরিয়ার অনেক এলাকায় প্রবেশ করা সম্ভব হয় না বলে জাতিসংঘ দেশটিতে নিহতের সংখ্যা সংরক্ষণ করে না।
২০১১ সালের মার্চে স্বৈরশাসক বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই শুরু হওয়ার পর থেকে দেশটির অর্ধেকের বেশি মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছেন।