১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সীমানা পুনর্বহালের দাবিতে রৌমারীতে বিক্ষোভ-সমাবেশ




সীমানা পুনর্বহালের দাবিতে রৌমারীতে বিক্ষোভ-সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০১৮, ২৩:০৭ | 701 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ- কুড়িগ্রাম- ৪ আসনের (রৌমারী ও রাজীবপুর উপজেলা এবং চিলমারী উপজেলার নয়ারহাট, অষ্টমীচর ও উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন নিয়ে) সীমানা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
সোমবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে রৌমারী উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে স্বতস্ফুর্তভাবে অংশ নেয়- কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দসহ সর্বস্তরের জনতা।
সমাবেশে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিউল আলম, রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের (যুদ্ধহত মুক্তিযোদ্ধা), রাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই সরকার, রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক মো. মোখলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন, সিএসডিকে এনজিও নির্বাহী পরিচালক মো. আবু হানিফ মাস্টার, রাজিবপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. আজিবর রহমান, আরএসডিএ’র পরিচালক মো. ইমান আলী, বন্দবেড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, ছাইদুর রহমান সোহেল , রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন প্রমুখ।
সমাবেশ থেকে ভৌগলিক কারণে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিভক্ত পূর্বপাড় রৌমারী ও রাজীবপুর উপজেলা এবং চিলমারী উপজেলার নয়ারহাট, অষ্টমীচর ও উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন নিয়ে গঠিত আসনটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চলের জনগণের স্বার্থে পুনর্বহালের দাবি জানান বক্তারা
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET