
আব্দুল বাছির, সুনামগঞ্জ প্রতিনিধি-
সুনামগঞ্জের,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলায় কালী মন্দির শ্মশান ঘাটের ৯টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের কালী মন্দিরে (শ্মশান ঘাট) প্রতিমা ভাঙচুরের এ ঘটনাটি ঘটে। জানা যায়, প্রতিদিনের মতো শনিবার দিনগত রাতেও মন্দিরের প্রতিমা কক্ষের দরজার প্রথম ধাপে গ্রিলের তালা দিয়ে দ্বিতীয় ধাপে সাঁটার তালা লাগানো হয়। গভীর রাতে কে বা কারা সাঁটারের তালা ভেঙ্গে বাঁশ দিয়ে খুঁচিয়ে মন্দির কক্ষে থাকা ১১ টি প্রতিমার মাঝে ৯ টি প্রতিমাকেই ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা।
রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মন্দিরের ১১টি প্রতিমার মাঝে মাত্র দুটি প্রতিমা অক্ষত অবস্থায় আছে। বাকী ৯টি প্রতিমারই হাত, পা, মাথা, আবার কোনোটার নাভীর নিচ থেকে বেশির ভাগ অংশই ভাঙ্গা।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির বলেন, আমরা অবস্থা পর্যবেক্ষণ করেছি। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি সত্যি দুঃখজনক। এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে, কারা এ কাজটি করেছে। তবে এর পেছনে যারাই কাজ করুক না কেনো দ্রুত আমরা তা খুঁজে বের করার চেষ্টা করবো।