
আব্দুল বাছির সুনামগঞ্জ প্রতিনিধি-
সুনামগঞ্জের,ছাতকে ভূমি নিয়ে বিরোধে দুই গ্রামবাসির সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবু সাইদ (২৫) নিহত ও দৌড়ে সংঘর্ষস্থলে আসার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ফুরকান আলী (৫৫) নামের অপর এক ব্যক্তি। এসময় আহত হয়েছে দু’পক্ষের অর্ধশতাধিক লোক। এঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।
বৃস্পতিবার (১৮মে’) সকাল সাড়ে ৯টায় ছাতক উপজেলার জাউয়াবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হাফেজ আবু সাইদ জাউয়া ইউপির হাবিদপুর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র ও মৃত ফুরকান আলী বিনন্দপুর গ্রামের মৃত অইছত উল্লার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, একখন্ড ভূমি নিয়ে জাউয়া লক্ষণ সোম-কুনাপাড়ার কবি আব্দুল ওয়াহিদ ও হাবিদপুর গ্রামের আব্দুল কাহারের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আব্দুল কাহারের সমর্থক হাফেজ আবু সাইদসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আবু সাইদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অন্যান্য আহতদের সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ছাতকের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে সংঘর্ষের খবর পেয়ে দৌড়ে ঘটনাস্থলে আসার পথে ফুরকান আলী নামের এক ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করে পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছেন।