
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৬টি বালু ভর্তি নৌকাসহ ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন বিশ্বম্ভরপুর থানার সিরাজপুর গ্রামের সুমন আহমদ (১৯), উমরপুর গ্রামের মোঃ সাগর মিয়া (২০), সিরাজপুর (পূর্বপাড়া) গ্রামের নজির হোসেন (১৯) এবং শ্রীধরপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২৫)।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ৬টি স্টিলবডি নৌকা (বাল্ক হেড) জব্দ করা হয়। বাল্কহেডসহ জব্দকৃত বালুর আনুমানিক মূল্য ২১ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা।
এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us: