১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • সুনামগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে সঙ্গীতশিল্পী পাগল হাসানসহ নিহত-২




সুনামগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে সঙ্গীতশিল্পী পাগল হাসানসহ নিহত-২

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২৪, ২২:১৩ | 662 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জে ছাতকের সুরমা সেতুতে বাস ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। সঙ্গীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান এর বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা থেকে সিএনজি-চালিত অটোরিকশা যোগে ছাতকে ফিরছিলেন সঙ্গীতশিল্পী পাগল হাসানসহ পাঁচজন যাত্রী। অটোরিকশাটি যখন ছাতকের সুরমা সেতুতে উঠে তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিন যাত্রীকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন গুরুতর আহত হয়েছেন। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

‘আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না তোমায়’ “জীবন খাতায় দাগ লাগাইয়া” সহ বহু জনপ্রিয় গানের শিল্পী সঙ্গীতশিল্পী পাগল হাসান। তার মৃত্যুর খবরে ভক্ত-অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET