সুনামগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান সহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলেন,সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মোহাম্মদ আলী ও একই গ্রামের আবদুর রশীদের ছেলে দেলোয়ার হোসেন। রবিবার আটককৃতদের আদালত জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার ২৮- বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, ব্যাটালিয়নের সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবি টহল দল শনিবার রাতে বিওপি সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ও দেলোয়ার হোসেন নামে ওই দুই চোরাকারবারীকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান সহ আটক করেন।
এরপর বিজিবি টহলদল তাদের হেফাজত হতে ১৫ হাজার শলাকা নামির বিড়ি ৬ হাজার ৯’শ শলাকা জীবন বিড়ি ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, আটক চোরাকারবারীদের বিরুদ্ধে শনিবার রাতেই বিজিবির পক্ষ হতে মামলা দায়ের করা হয়।