সুনামগঞ্জ লাল সবুজ সোসাইটি এবং ইটস হিউমিনিটি ফাউন্ডেশনের যৌথ প্রযোজনায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৫০ প্যাক ইফতার বিতরন করা হয়।
১৫ মার্চ শুক্রবার বিকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরন করেন সংগঠনের নেতা-কর্মীরা।
বিতরন কালে উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটি সুনামগঞ্জ টিমের রায়হান, রাফি ফুয়াদ, তামিম, শাহাদাত,ইমন,সানিম,অনিক সহ আরো অনেকেই।
এসময় রিকশাচালক মুরাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে সবকিছুর দাম বাড়তি। সারা দিন রিকশা চালিয়ে যে ইনকাম হয় তা দিয়ে সংসার চলে না। তেল কিনলে নুন কিনতে পারি না। এভাবে আমাদের মতো গরিব মানুষরা কেমনে বাঁচবে । দেশে সবকিছুর দাম বাড়ে, শুধু মানুষের দাম বাড়ে না। তিনি বলেন, এখন ইফতার করলে ৬০-৭০ টাকা চলে যায়। আমরা এত টাকা পাব কই, তাই এখানে প্রতিদিন ইফতার করতে আসি। তিনি বিনামূল্যে ইফতার করতে পেরে খুব খুশি বলেও জানান। তার মতো এখানে আসা প্রত্যেকেই বিনামূল্যে ইফতার করতে পারায় খুঁশির কথা জানিয়েছেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন লাল সবুজ সোসাইটি চট্টগ্রাম এর সাদ, লাল সবুজ সোসাইটি ঢাকা টিমে, বিনিতা, তামা, এবং জোৎস্না ডিজিটাল স্টুডিও এর সামিম।